পূর্ণিমা




পূর্ণিমা 

মনে পড়ে ‌'সাকি' তোমারে আজি 
চন্দ্রালোকিত পূর্ণিমা  নিশিথে, 
প্রকৃতি আজ অপার মহিমায়, 
অকৃপন হাতে, রূপসুধা তার এঁকেছে 
যেন শিল্পীর নিপুনতা নিয়ে। 
প্রকৃতি আজ হয়েছে রূপিনী,
সেজেছে নববধু রূপে ে
পূর্ণিমার এই রাতে।

চারদিকে শুধেু ঝিঝির কলতান
আধো আলো-আধারির মাঝে
ঐ যে দুরে দেবদারু গাছ 
বাঁশঝোপেরই পাশে, 
মানে হয় যেন ঘরবাড়ী বাগান 
একাকার পূর্ণিমা রাতে।

পুকুর পাড়ে ছায়া দেখা যায়
নারিকেল তাল গাছের 
ছায়া নয়, ছায়া সেজেছে কায়া 
পূর্ণিমার এই রাতে।

রাত জাগা পাখি রাতের রূপে 
প্রাণ খুলে উঠে রবে 
তাই না দেখে খেজুরের পাতা 
নাচে ঝিরঝির বাতাসে।

'সাকি', সামনে অবারিত মাঠ 
সবুজের গালিচা রূপে 
মনে হয় যেন মালঞ্চ বিথী 
নয়ন ভরে দেখে দেখে।

4 Comments

Post a Comment
Previous Post Next Post