নীরব বিপ্লব



কিসের পুলকে পথিক
নির্ভাবনার ধুসর রাগ তোমার কন্ঠে? 
কেন পদ্মার কুল কুল শন্দে মাতোয়ারা 
হৃদয় তোমার নটিনিীর জলসাঘর? 

ওগো সুনন্দ দুলাল
কেন সফেদ শিশির সিক্ত সোনালী সকাল
বিকালের আগমনে মথিত 
তোমার অবজ্ঞা চেতনায়! 

বেদনার সাতরঙে সজ্জিত রংধনু 
তোমার পদতলে ভূমিষ্ট আজও 
কেন উপেক্ষার চোরাবালি 
পালো হৃদয় গর্ভে ? 

এখনো স্মৃতি আঙিনার স্যাটেলাইটে 
তোমার মায়াবী কন্ঠের সুরেলা শীস,
বসন্ত রং রাগে অস্থায়ী অনন্দময়ী। 

দেখি আমার অরক্ষিত আঙিনায় 
আনমনায় প্রেয়সীর গ্রীবা ধরে 
নিস্কণ্ঠক রজনী গন্ধার গুচ্ছ 
শুকিয়ে গেছে,
শুকিয়ে গেছে 
তোমার প্রভাতী যেীবন সংলাপে। 
শুধু অস্তরাগ এখনো আমার পলাশ বাঁকে, 
মোরগ রাঙা রাগে একাকার 
প্রবাহমান বক্ষ চিরে। 

তবুও আমি ভালোবাসার নীরব স্রোতস্বিনী
শুধু অস্থির বিভীষনে
কখন তোমার রক্ত পিয়াস হবে? 

পথিক! আর কতকাল, আর কতকাল রক্ত ঝরাবে,
করবে স্নান পৈশাচিক উল্লাসে?

Post a Comment (0)
Previous Post Next Post