বোবা পাহাড়ী কান্না


বোবা পাহাড়ী কান্না


আকাশ চাঁদনী কুঠির 
আনন্দের ফোয়ারা,
সমীরন উদ্যান কাঁদা মাখামাথি আজ 
কুমারী চাঁদনীর নববধু সাঁজ  
কৃষ্ণচূড়ার শাড়ী পরা।

পায়ে আল্পনা আলতার
মুখ রাঙা মেহেদীর বৃষ্টি ফোটায়,
ওষ্ঠ হাসির পান্না 
যৌবন তার সরস আখ 
যেন পল্লবহারা মেহগনি বসন্তগান।

চলছে স্লথ পদে, 
মেঘ পালকিতে চড়ে।
হৃদয় দোদুল্যমান, 
হরেক শিহরন চিন্তায়।
পশ্চিম শশুরালয় তার, 
বুঝি মশগুল মাতোয়ারা। 
শুধু-
সন্ধ্যা তারার বুকে বিচ্ছেদের পাগলা ঘন্টা 
নিস্প্রভ নয়ন তার, 
অঝোরের বারিধারা যেন
পাহাড়ী বোবা কান্না।

===*****===
Image source:


1 Comments

Post a Comment
Previous Post Next Post