স্বাধীনতা মানস


স্বাধীনতা মানস



  কাননের মাঝে ফুটিয়াছিল
নাম না জানা কত ফুল
অকালে ঝরিয়া গেল
হইতে না মুকুল। 

সালাম, জব্বার, রফিক, শফিক
আরো সহোদ্ধায় আবাই আলী
নীহারিকার ন্যায় গেল দুর পাড়ি
মায়ের ভায়ার লাগি। 

মোরা মুসলিম, মোরা ভাই ভাই
থাকিব মোরা একই ছায়াই
দ্বি-জাতি তত্ত্ব ছিল যে ইহাই।
জিন্নাহ সাহেবের চুতুরী তাই
বুঝিল না আমার বাঙালী ভাই।

একদা সমন জারিল শাসক,
র্দূ হবে রাষ্ট্রভাষা,
বুঝিল বাঙালী, ওরা শুধু খল্
ভ্রাতৃত্ত্বের বণ্ধনে এযে বড় ছল! 

মোদর দেশ, মোদের ভাষা,
ভুলিতে হবে একি সর্বনাশা!

তাই একুশে ফেব্রুয়ারীর মিছিল মেলায়
রাজপথ প্লাবিত রক্তখেলায়।

ধন্য একুশ, ধন্য ফেব্রুয়ারী,
স্বাধীনতার বীজ রোপিলে ‍তুমি,
বুঝাইলে মোরা বাঙালী,
ওরা হানাদার পাকিস্তানী।














Post a Comment (0)
Previous Post Next Post