একুশের কথা





একুশের কথা

একুশে ফেব্রুয়ারি!
আমি ইতিহাস বিজড়িত
বাহান্নর রক্তস্নাত
বাংলার একটি দিন।
জীবন বসন্তের চল্লিশটি বছর অতিক্রান্ত,
শুধু সুখ-দুঃখের মহাভীড়।
আমি একুশে ফেব্রুয়ারী।

আমি দেখেছি:-
স্বাধীনতাকামী দামাল সেনানীর
সংগ্রামে অবিচল, দর্বার, দুরারুদ্ধ গতি,
পুলকিত বিজয় উল্লাসে
দেখেছি নতুন দিগন্তের ছবি।
বুঝেছি গগনে আসন্ন
উজ্জ্বল, অম্লান, শাশ্বত এক রবি।
আমি রক্ত স্নাত একটি দিন।

৭৬-এর মনন্তর, ৯০-এর গন-জাগরণ
আমি জ্ঞাত, পরিস্ফুট স্বরেজমিন।
আমি একুশ,
আমি রফিক, শফিক, জব্বার আর
লাখো শহীদের উদ্দীপ্ত এক প্রতিনিধি।
আমি রক্ত স্নাত একটি দিন।
আমি বাঙালি মায়ের হাসি-কান্নার একটি সুর
একুশে ফেব্রুয়ারি!


Post a Comment (0)
Previous Post Next Post